শর্ত পূরণ না হলে এবার ইসরায়েলি সেনাবাহিনীতে নিজেদের দায়িত্ব পালন করতে প্রায় ১৩০ জন সৈন্য অস্বীকৃতি জানিয়েছেন।
ইসরায়েলের হারেৎজ পত্রিকার খবরে বলা হয়েছে, ইসরায়েলি সরকার যদি গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে ব্যর্থ হয় এবং বন্দি বিনিময়ের ব্যবস্থা না করে, তাহলে তারা আর সেনাবাহিনীতে তাদের দায়িত্ব পালন করবেন না।
এক চিঠিতে মন্ত্রিসভার সদস্য এবং সেনাবাহিনীর প্রধানকে এ শর্তের কথা জানিয়েছে ওই ১৩০ সৈন্য। তারা ইসরায়েলি বিমান বাহিনী, নৌবাহিনী, সাঁজোয়া বাহিনী এবং আর্টিলারি বাহিনীর বিভিন্ন শাখায় কর্মরত রয়েছেন।
চিঠিতে তারা উল্লেখ করেছেন, গাজায় চলমান যুদ্ধ বন্দিদের জীবনকে আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছে। যাদের অনেকেই ইতোমধ্যেই ইসরায়েলি বিমান হামলায় বা উদ্ধার অভিযানের সময় নিহত হয়েছেন।
চিঠিতে তারা লিখেছেন, ‘আমরা যারা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছি বা করেছি, তারা ঘোষণা করছি যে, যদি সরকার বন্দিদের বাড়ি ফেরাতে চুক্তির পথে না হাঁটে, তবে আমরা আমাদের দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারব না। সূত্র : আল-জাজিরা ও মিডল ইস্ট আই।
বিডি-প্রতিদিন/শআ