ইসরায়েলকে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিলেন ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) প্রধান জেনারেল হোসেইন সালামি।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সম্পদকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হলে বা হামলা হলে আরও প্রতিশোধ নেওয়া হবে।
গত ১ অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে, তারাও ইরানে পাল্টা হামলা চালাবে। এর প্রেক্ষিতেই কঠোর হুঁশিয়ারি দিলেন হোসেইন সালামি।
তিনি ইসরায়েলকে উদ্দেশ করে বলেন, আপনারা যদি ভুল করেন এবং আমাদের কোনও লক্ষ্যবস্তুতে আক্রমণ করেন, কোনও অঞ্চলে হোক বা ইরান হোক, আমরা আপনাদের কঠোরভাবে আঘাত করবো।
গত মাসে ইসরায়েলি বিমান হামলায় লেবাননে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহসহ আইআরজিসির এক জেনারেলও নিহত হন। তার শেষকৃত্যে অংশ নিয়ে বৃহস্পতিবার ইসরায়েলকে এই কঠোর হুঁশিয়ারি দেন হোসেইন সালামি।
তিনি বলেন, ইসরায়েলকে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সহায়তা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ইরান যখন প্রতিশোধ নেবে তখন এসব প্রতিরক্ষা ব্যবস্থা কোনও কাজে আসবে না।
তিনি আরও বলেন, আমরা আপনাদের (ইসরায়েলের) দুর্বলতা জানি এবং আপনারা নিজেরাও তা জানেন।
চলতি মাসের শুরুতে প্রায় ১৮০টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালায় ইরান।
গাজা ও লেবাননে হত্যাকাণ্ডের পাশাপাশি হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসি কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে গত ১ অক্টোবর এ হামলা চালানো হয়েছে বলে স্বীকার করেছে তেহরান।
হামলার পরপরই ইসরায়েরের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরানের হামলার জবাব দিতে প্রস্তুত আছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বড় ভুল করেছে ইরান। এর চরম মূল্য দিতে হবে। সূত্র: আল-আরাবিয়া, আনাদোলু এজেন্সি, ইরান ওয়্যার, টাইমস অব ইসরায়েল, আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ