এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়েছে গত মঙ্গলবার। ফলাফলে সারা দেশে পাস করেছে ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন শিক্ষার্থী। পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ বেশি পেয়েছে ৫৩ হাজার ৩১৬ জন। তবে গতবারের চেয়ে এ বছর পাসের হার কমেছে শূন্য দশমিক ৮৬ শতাংশ। ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছে। মাদরাসার ছাত্ররাও ভালো ফলাফল করেছে। ফলাফলের এসব সার্বিক দিক নিয়ে সফল শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আলোচিত অধ্যক্ষদের সঙ্গে কথা বলে এ প্রতিবেদন তৈরি করেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক -আকতারুজ্জামান
বেশি মনোযোগের কারণে ফল ভালো মেয়েদের