রাজধানীর সেতু ভবনে হামলার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ছয়জনকে তিন দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় এদিন রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন- বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও এম এ সালাম। রবিবার (৪ আগস্ট) আসামিদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে উপস্থিত করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদন মঞ্জুর করে আদেশ দেন আদালত।
এর আগে ১ আগস্ট মেট্রোরেলে হামলার মামলায় তাদের প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তার আগে ২৮ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম কাজীপাড়ার মেট্রোরেল স্টেশনে ভাঙচুরের মামলায় এ ছয় আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরও আগে পল্টন থানার মামলায় রিজভী ও বিটিভি ভবনে হামলার মামলায় গোলাম পরওয়ার পাঁচ দিনের রিমান্ডে ছিলেন।