অলিম্পিক গেমসে পুরুষ হকিতে ৫২ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল ভারত। গতকাল গ্রুপের শেষ ম্যাচে হরমনপ্রীত সিংরা ৩-২ ব্যবধানে জয় পেয়েছে। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ভারত শেষবারের মতো অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। এ জয়ের আগেই ভারত কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল। ১২ মিনিটে অভিষেকের গোলে ভারত এগিয়ে যায়। এক মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক হরমনপ্রীত ব্যবধান দ্বিগুণ করেন। ২৫ মিনিটে ক্রেগ থমাস ব্যবধান ২-১ করলেও তৃতীয় কোয়ার্টারের শুরুতেই হরমনপ্রীত গোল করেন (৩-১)। ৫৫ মিনিটে অস্ট্রেলিয়ার গেডার্স ব্লেক গোল করলেও হার এড়াতে পারেননি।