বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন নির্বাচনমুখী। আগামীকাল কাউন্সিলর ফরম জমা দেওয়ার শেষ দিন। জেলা, বিভাগ ক্লাব এবং বিভিন্ন সংস্থার কাউন্সিলররাই ২৬ অক্টোবর ফেডারেশনের নির্বাচনে ভোট দেবেন। সেই কাউন্সিলর ফরম বিতরণ ও জমা দেওয়া নিয়ে গতকাল বাফুফে ভবন ছিল বেশ উত্তপ্ত। জেলা ও বিভাগীয় পর্যায়ে কয়েকজন সংগঠক কাউন্সিলর ফরম নিয়ে অনিয়মের অভিযোগ তোলেন। এ নিয়ে বাফুফে ভবনে কর্মকর্তাদের সঙ্গে তর্কেও জড়িয়ে পড়েন।
ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংগঠক আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান বলেন, ‘হত্যা মামলার আসামি এ ছাড়া নানা অভিযোগ রয়েছে এমন সব লোকজনকে বাফুফে ভবনে ডেকে এনে তাদের ফরম সই করে রাখা হচ্ছে। যা কোনোভাবেই বিধি সম্মত নয়। প্রতিবাদ জানাতে গিয়ে কেউ কেউ কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারও করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘একটি ঘটনা ঘটেছে আমরা এটি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেব।’