কোনও কিছুতেই মিলছে না কাঙ্ক্ষিত জয়ের দেখা। রোমার টানা হতাশাজনক পারফরম্যান্সে ক্রমেই বাড়ছিল কোচ ড্যানিয়েল ডি রসির চাকরি হারানোর শঙ্কা। সেটাই এবার সত্যি হলো। নিজেদের সাবেক ফুটবলারকে দায়িত্ব থেকে সরিয়ে দিল ইতালিয়ান ক্লাবটি।
৪১ বছর বয়সী ড্যানিয়েল ডি রসিকে চাকরিচ্যুত করার কথা বিবৃতি দিয়ে জানায় রোমা। গত জানুয়ারিতে পর্তুগিজ কোচ জোসে মরিনিয়োকে সরিয়ে রসিকে দায়িত্ব দেয় রোমা। প্রথমে ৬ মাসের জন্য ইতালির সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডারের সঙ্গে চুক্তি করে দলটি। পরে গত জুনে রসির সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়ায় সেরি আর ক্লাবটি। কিন্তু মৌসুম শুরুর পর কোচের ওপর আস্থা কমতে শুরু করে তাদের।
এখন পর্যন্ত সেরি আয় ৪ ম্যাচ খেলে একটিও জয়ের দেখা পায়নি রোমা। ২০ দলের প্রতিযোগিতায় ৩ ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলে ১৬ নম্বরে আছে ক্লাবটি। দলের এমন নেতিবাচক পারফরম্যান্সের দায়ে ড্যানিয়েল ডি রসিকে সরিয়ে দিল তারা। এখন নতুন কোচের খোঁজে আছে দলটি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ