আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের বাসায় ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।
আব্দুর রহমানের রাজধানীর পরীবাগের বাসায় সোমবার রাতে বিক্ষুব্ধ জনতা এ হামলা চালায়। এসময় তারা আওয়ামী লীগ নেতার নাম ধরে গালিগালাজ করে।
জানা য়ায়, বিক্ষুব্ধ জনতারা পরীবাগের টিগন্ত টাওয়ারে এসে জড়ো হয়ে এ হামলা চালায়। তারা কেউ কেউ আব্দুর রহমানের নানা অপকর্ম তুলে ধরে স্লোগানও দেয়।
তবে হামলার সময় আব্দুর রহমান বাসায় ছিলেন না বলে জানিয়েছেন বাড়িটির নিরাপত্তাকর্মীরা। তারা জানান, মন্ত্রী রহমান দুর্দিন আগেই দেশ ছেড়েছেন। বর্তমানে তার বাসাটি ফাঁকা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন