রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারা অভ্যন্তরে অবস্থান করছে সেনাবাহিনী।
শুক্রবার সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজান দেখা দেয়। দুপুরে সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয়ভাবে জানা গেছে, একজন কয়েদির মৃত্যুকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে সেনাবাহিনীর সহায়তা কামনা করে। পরে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কারাগারের ভিতরে প্রবেশ করে। এ ঘটনায় হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা গেছে, সকালে এক বন্দির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বন্দিদের মধ্যে সংঘর্ষ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান ও ৬৬ পদাধিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদসহ প্রশাসনের কর্মকর্তারা কারাগারের ভেতরে অবস্থান করছেন।
এদিকে, কারাগারের বাইরে র্যাব ও পুলিশের পাশাপাশি সতর্ক অবস্থায় রয়েছে সেনা সদস্যরা।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান সাংবাদিকদের জানান, কয়েদিদের দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
বিডি-প্রতিদিন/বাজিত