রাজধানীর আগারগাঁওয়ের তালতলা বাজারে প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং টেকসই প্লাস্টিক ব্যবহারের উদ্দেশ্য স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সচেতনতায় আজ এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা করে জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা এবং নরওয়ে দূতাবাস।
এসময় পলিথিন ব্যাগের বিকল্প উপকরণ বিতরণ এবং বাজারে বিদ্যমান পলিথিন সংগ্রহের জন্য বিন ও বিজ্ঞপ্তি বোর্ড স্থাপন করা হয়। প্লাস্টিক অপসারণে সহায়তা করে বিডিক্লিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. আব্দুল হামিদ ও ইউএনআইডিও বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. জাকি উজ জামান। আরও বক্তব্য দেন তালতলা বাজার ব্যবসায়ী সমিতির নেতারা।
ড. আব্দুল হামিদ বলেন, প্লাস্টিক ব্যাগ আমাদের পরিবেশ দূষিত করে। এই ব্যাগগুলো ভেঙে মাইক্রোপ্লাস্টিকে রূপান্তরিত হয়, যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
এসময় তিনি সবাইকে সচেতন হয়ে পরিচ্ছন্ন পরিবেশ গড়তে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
ড. জাকি উজ জামান টেকসই প্লাস্টিক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন এবং স্থানীয়দের সচেতন হয়ে প্লাস্টিক ব্যবহারের অভ্যাসে পরিবর্তন আনতে আহ্বান জানান।