বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার খোকা মারা গেছেন। (ইন্নালিল্লাহি...রাজিউন)।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আব্দুল মোমিন তালুকদার খোকা নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুল মোমিন তালুকদার খোকা ২০০১ এবং ২০০৮ সালে বিএনপি মনোনীত ২ বার জাতীয় সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তার বাবা মরহুম আব্দুল মজিদ তালুকদার বিএনপি মনোনীত তিন বারের এমপি ছিলেন।
আব্দুল মোমিন তালুকদার খোকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া জেলা অ্যাডভোকেট বার সমিতি ও বগুড়া আইন কলেজ গভর্নিংবডির সভাপতি বিএনপি নেতা অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা, বিএনপি নেতা অ্যাডভোকেট মনজুর হাসান মন্ডল, অ্যাডভোকেট তবিবর রহমান মন্ডল, আবু হাসান, ইউনুছ আলী দুলাল।
তারা আব্দুল মোমিন তালুকদার খোকার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। বুধবার (২৯ জানুয়ারি) তার নামাজে জানাযা ও দাফন নিজ গ্রাম আদমদীঘি উপজেলার কালাইকুড়ি গ্রামে অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ