শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে ইসলামী যুব খেলাফতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে লালবাগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব খেলাফত বাংলাদেশ। গতকাল বাদজুমা লালবাগ শাহী মসজিদ চত্বর থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আজিমপুর এতিমখানা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব খেলাফতের সহকারী সদস্য সচিব মুফতি খোরশেদ আলম। বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতি মুহাম্মদ তৈয়ব হোসাইন, যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম, দফতর সম্পাদক মাওলানা রিয়াজতুল্লাহ, কেন্দ্রীয় নেতা মাওলানা মাহমুদুল হক হাফেজ্জি, যুবনেতা হাফেজ জহিরুল ইসলাম, ছাত্র খেলাফতের কেন্দ্রীয় সেক্রেটারি মহিউদ্দিন, ছাত্রনেতা আল আমিন, ইলিয়াস আহমদ, রাততুল আল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, সুইডেনে রাসমাস পালুদান নামক উগ্র ব্যক্তি মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআনে আগুন দিয়ে বিশ্বের মুসলিমদের কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছে। অবিলম্বে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। এ ঘটনায় সুইডিশ সরকারকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। বাংলাদেশে সুইডেনের দূতাবাস বন্ধ করতে হবে। সরকারকে সুইডেনের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর