সহকর্মীদের সঙ্গে অসদাচরণসহ নানা অনিয়মে অভিযুক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবদুস সামাদের অপসারণ দাবিতে উত্তাল হয়ে উঠেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গতকাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে শতাধিক কর্মকর্তা ও কর্মচারী ডিজির অপসারণ দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।
দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা। প্রাথমিক শিক্ষার মহাপরিচালকের মতো একটি গুরুত্বপূর্ণ পদ থেকে অবিলম্বে অপসারণ করে একজন শিক্ষাবান্ধব ও অভিজ্ঞ কর্মকর্তাকে পদায়নের দাবি জানিয়েছেন।
আন্দোলনের প্রধান সমন্বয়ক মো. আবদুর রেজ্জাক সিদ্দিকী বলেন, অবিলম্বে বর্তমান মহাপরিচালককে অপসারণ করা না হলে ৮ সেপ্টেম্বর থেকে কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ করবেন কর্মকর্তা-কর্মচারীরা।