সাতক্ষীরায় স্ত্রীর পরকীয়ার জের ধরে আবুল হাসান (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার ভোর ৩টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার গদঘাটা গ্রামের নিজ বাড়িতে তাকে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের শিকার আবুল হাসান ওই গ্রামের মৃত ইউসুফ আলী দালালের ছেলে। ঘটনাস্থল থেকে একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগের মধ্যে একটি শার্ট, একটি প্যান্ট ও একটি লুঙ্গি ছিল।
এলাকাবাসী জানায়, সাতক্ষীরা সদর হাসপাতালে ছেলের চিকিৎসা চলাকালে আবুল হাসানের স্ত্রী সাফিয়া খাতুনের সঙ্গে জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের এক ব্যক্তির পরকীয়া সর্ম্পক গড়ে ওঠে। এরপর থেকে বিষয়টি আস্তে আস্তে প্রকাশ্যে চলে আসে। আবুল হাসান অনেক চেষ্টা করেও তার স্ত্রীকে ফেরাতে পারেননি। প্রতিনিয়ত ওই যুবক সাফিয়া খাতুনকে জিনিসপত্র দেওয়া-নেওয়া করতো।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বলেন, পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটনো হয়েছে এটা অনেকটা নিশ্চিত। হত্যাকারীকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।