শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতা-কর্মী, তাদের বাসাবাড়ি এবং কার্যালয়ে হামলার খবর পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানেও ঘটেছে এমন ঘটনা। বাসভবনে হামলার সময় আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের পালানোর ঘটনা আলোচনার জন্ম দিয়েছে।
জানা যায়, গত সোমবার দুপুরে তার বাড়িতে হামলার পর পাশের পুকুরে লাফিয়ে পড়ে সাঁতরে পালান কাজল। তার সাঁতারের ভিডিও ভাইরাল হয়েছে। অনেকে বলছেন, পুকুর থেকে উঠে বোরকা পরে তিনি আন্দোলনকারীদের সঙ্গে মিশে পালিয়েছেন। এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে মেয়র কাজলের বাড়িতে হামলা হয়। তখন বিক্ষুব্ধরা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। কাজল মেয়রের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তাছাড়া আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. আনিসুল হকের ঘনিষ্ঠ ছিলেন।