দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলে আখ মাড়াই কার্যক্রম স্থগিত করার প্রতিবাদে ও চিনিকলটি নতুনভাবে চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সকালে চিনিকলের মূল ফটকে বোচাগঞ্জ উপজেলার সর্বস্তরের জনতার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে একটি মিছিল সেতাবগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চিনিকল চত্বরে সংক্ষিপ্ত পথসভায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা অবিলম্বে সেতাবগঞ্জ চিনিকলের আখ মাড়াই চালুসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। সভায় বক্তৃতা করেন সুমন, মশিউর রহমান, উজ্জ্বল, বাপন, সবুজ, জিয়াউল হক প্রমুখ। উল্লেখ্য, সেতাবগঞ্জ চিনিকল ২০২০ সাল থেকে আখ মাড়াই বন্ধ রয়েছে।