বন্যার্তদের সাহায্যের জন্য ঠাকুরগাঁও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রহ করা ৪ লাখ ৪০ হাজার ৫০০ টাকা পাঠানো হয়েছে। গতকাল সকালে ইসলামী ব্যাংকের মাধ্যমে আস-সুন্নাহ-ফাউন্ডেশনের অ্যাকাউন্টে ওই অর্থ পাঠানো হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসফাক আহমেদ তনয় বলেন, জেলার বিভিন্ন স্থানে আমাদের বুথ বসানো হয়েছিল। আমরা সব টাকা একত্রিত করে ইসলামী ব্যাংকের মাধ্যমে আস-সুন্নাহ-ফাউন্ডেশনের অ্যাকাউন্টে পাঠিয়েছি। আমাদের পক্ষ থেকে আর কোনো ফান্ড কালেক্ট করা হবে না।
কেউ যদি করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া জেলার পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করছে। আমরা বিষয়গুলো নিয়ে যাচাই-বাছাই করছি।