গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ তিন কারবারিকে আটক করেছে র্যাব। গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটকরা হলেন- নড়াইল সদর উপজেলার ভদ্রবেলা এলাকার হারুন অর রশিদের ছেলে নাহিদ, যশোরের অভয়নগর উপজেলার বউখোলা এলাকার মকবুল বিশ্বাসের ছেলে নাজমুল ও ময়েল্লেম তলা এলাকার নজরুল ইসলামের ছেলে আব্বাস।
র্যাব-১৩ গাইবান্ধার সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার গাইবান্ধা মোড় ফ্লাইওভার এলাকা থেকে গাঁজাসহ আটক করা হয় তাদের।
সালমান নূর আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলা দিয়ে তাদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।