ফেনীর ফুলগাজীতে গতকাল জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। গতকাল ফুলগাজী পাইলট উচ্চবিদ্যালয়ে এ ক্যাম্পে প্রায় দেড় হাজার রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ সময় ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. পারভেজ রেজা কাকন, ডা. মো. আবু নাছের প্রমুখ উপস্থিত ছিলেন।