গাইবান্ধায় মসজিদ কর্তৃপক্ষের কাছে জমি বিক্রি করবেন বলে নেওয়া ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রতিবাদে গতকাল সড়ক অবরোধ, বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও মুসল্লিরা। জেলা শহরের কলেজ রোডে আল-আকসা জামে মসজিদে এ কর্মসূচি পালন করা হয়। অভিযুক্তরা হলেন- রুহুল আমিন ও মোমিন মিয়া। রুহুল আমিন জেলা কৃষক দলের এবং মোমিন যুবলীগের সদস্য। মুসল্লিরা বলেন, রুহুল আমিন মসজিদে জায়গা বিক্রির কথা বলে ১১ লাখ ৫ হাজার ৫০০ টাকা নেন। দীর্ঘদিনেও তিনি জমি দলিল করে দেননি। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হলেও এর তোয়াক্কা করেননি। কৃষক দল নেতা রুহুল আমিন বলেন, টাকা নিয়েছি ৯ লাখ। ওনারা বলছেন ১১ লাখ। এটা সঠিক নয়।