জামালপুরের দেওয়ানগঞ্জে দু'পক্ষের সংঘর্ষে গোলাপ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সবুজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ভগ্নিপতি হানিফ উদ্দিনের সঙ্গে গোলাপের পারিবারিক বিরোধ চলছিলো। এর জের ধরে বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে দু'পক্ষের লোকজন সংর্ঘষে জড়িয়ে পড়ে। সংর্ঘষে গোলাপ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন অন্তত ছয়জন।
খবর পেয়ে পুলিশ জলিল ও মালেক নামে দুইজনকে আটক করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/ ১২ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন