দিনাজপুরের বীরগঞ্জে মো. শরিফুল ইসলাম (২৮) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, ছিনতাইকারীরা তাকে হত্যার পর ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে পালিয়ে গেছে।
শুক্রবার রাত ২টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের বলেয়া-সিংড়া শালবন সড়কের নর্তডাঙ্গী মাদ্রাসা সংলগ্ন এলাকা হতে শরিফুলের লাশ উদ্ধার করা হয়।
নিহত শরিফুল বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কালাপুকুর গ্রামের মো. মোফাজ্জল হোসেনের ছেলে।
মোফাজ্জল হোসেন জানান, বিকেলে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বেরিয়ে যায় মোফাজ্জল। এরপর আর ফিরে আসেনি। তাকে খুঁজতে গিয়ে লোকজনের কাছে নর্তডাঙ্গী হতে যুবকের লাশ উদ্ধারে কথা জানতে পেরে থানায় গিয়ে তার লাশ সনাক্ত করি।
বীরগঞ্জ থানার এসআই মো. আজম হোসেন প্রধান জানান, রাতে বাড়ির ফেরার সময় পথচারীরা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃতের মাথায় আঘাতের চিহৃ রয়েছে। পরণে ছিল শার্ট এবং লুঙ্গি। ভোরে পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করেন।
বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারে লোকজন এসে লাশ সনাক্ত করেছেন। ছিনতাইকারীরা শরিফুল ইসলামকে হত্যা করে তার ভ্যানটি নিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১৩ আগস্ট, ২০১৬/মাহবুব