পিরোজপুর সদর উপজেলার পিটিআই এলাকার নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুমারখালী এলাকার মো. আলমের ছেলে শামিম (২৭) ও একই এলাকার হাওলাদারের ছেলে আব্দুল আলিম (৩০)।
জানা যায়, সকালে পিরোজপুর সদর উপজেলার পিটিআই এলাকার নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন স্থানীয় রাজমিস্ত্রি শামিম ও আলিম। কিছুক্ষণ পরই তারা ট্যাংকের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দ্রুত তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।
পিরোজপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোল্লা সেকান্দার আলী জানান, সেপটিক ট্যাংকের মধ্যে থাকা ২ জনকে উদ্ধার করতে গিয়ে বিভাগের সদস্য মেহেদী হাসান ও মোঃ নাজমুল অসুস্থ হয়েছে। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মাসুদুর রহমান বিশ্বাস এ বিষয়টি নিশ্চিত করেছেন ।
বিডি প্রতিদিন/১৩ আগস্ট ২০১৬/হিমেল-১০