ফেনীর পরশুরামের কাউতলী সীমান্ত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৩ নাইজেরিয়ান নাগরকিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে কাউতলী সংলগ্ন মুহুরী নদী থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, রাত ৯টার দিকে নাইজেরিয়ান নাগরিক ডামিয়ান নাওয়াডুজে (৩৫), ভিক্টর (৩৩) ও আসটেনটাইন ইকতেপাকু (৪২) মুহুরী নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় এলাকাবাসীর সহযোগীতায় পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩টি পাসপোর্ট জব্দ করে পুলিশ। এর আগে গত ৩ আগস্ট পরশুরামের বিলোণীয়া থেকে অনুপ্রবেশের সময় ওবাউননি আইডু আবুদীনকে (৩০) আটক করেছিল বিজিবি।
পরশুরাম থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম জানান, ৩ নাইজেরিয়ান এর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের শেষে জিজ্ঞাসাবাদ চলছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/হিমেল-১৫