দিনাজপুর জেলার হাকিমপুরের হিলি সীমান্ত এলাকা থেকে এক কেজি ২৮০ গ্রাম গান পাউডার ও ৮টি ককটেলসহ লাভলী বেগম নামে এক নারীকে আটক করেছে র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি দল।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হিলির মধ্য বাসুদেবপুর স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প কমান্ডার মেজর মাহমুদ হোসেন।
আটক লাভলী বেগম সাইদুল ইসলামের স্ত্রী। তাদের বাড়ি ফরিদপুরে বলে জানা গেছে। তারা স্বামী-স্ত্রী মধ্য বাসুদেবপুর স্টেশন এলাকার জনৈক রিপন হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
মেজর মাহমুদ হোসেন জানান, অস্ত্র ও গুলি মজুদ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাভলী বেগমের ঘর থেকে গান পাউডার ও ককটেল উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/১৩ আগস্ট, ২০১৬/মাহবুব