সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বিসমিল্লাহ ক্লিনিকে চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে রাজমিস্ত্রি মনিরুল ইসলামের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। টানা ৪২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে শনিবার সকাল ৯টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যায়। মনিরুল উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের মৃত শামচুল হকের ছেলে। এদিকে তার মৃত্যুতে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। অবিলম্বে দোষীদের শাস্তি দাবী করেছেন এলাকাবাসী।
রোগীর স্বজনরা জানান, ২ জুলাই পেট ব্যথার কারণে উপজেলার বিসমিল্লাহ ক্লিনিকে ভর্তি হন। হাসপাতাল মালিক আব্দুর রহমান চিকিৎসক না হলেও চিকিৎসক সেজে আলট্রাসনোগ্রাম ও রক্ত পরীক্ষা না করেই এ্যাপেন্ডিসাইট হয়েছে বলে দ্রুত অপারেশনের কথা বলে। এক পর্যাযে সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে চাকুরিচ্যুত চিকিৎসক ডাঃ ইমাম আল নাজিমুল হক বিল্পব, মালিক আব্দুর রহমান ও ম্যানেজার ঝর্ণা খাতুন তার অপারেশন করেন।
অপারেশনের পরে দেখা যায় তার নারী ফুটো হয়ে পুরো পেট জুড়ে মল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এ অবস্থায় পেট সেলাই করে কয়েকদিন তাকে রেখে কৌশলে ছাড়পত্র দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেয়। অবস্থার আরও অবনতি হলে প্রথমে সিরাজগঞ্জে মেডিনোভা হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভুল অপারেশনের শিকার মনিরুলকে কয়েকদিন রেখে জটিলতার কারণে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। এ অবস্থায় শনিবার সকাল নয়টার দিকে মনিরুল মারা যায়।
বিডি প্রতিদিন/১৩ আগস্ট ২০১৬/হিমেল-১৯