নোয়াখালীর নিঝুম দ্বীপে আওয়ামী লীগের এক কর্মীর হাত পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আহত ইব্রাহিম মিয়া (৪০) আদর্শ গ্রামের মাহমুদুল হকের ছেলে। গুরুতর অবস্থায় তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই সময় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আরও ৫ জন আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন জানান, শনিবার ভোররাতের দিকে একদল সশন্ত্র দুর্বৃত্তর দ্বীপের বন্দরটিলা ও বৌবাজার এলাকায় তার বাড়িসহ তিনটি বাড়ি ও চারটি ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালায়। এ সময় দুর্বত্তরা কুপিয়ে ইব্যাহিম মিয়া, সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেনসহ ৫ জনকে আহত করে। এক পর্যায়ে তারা ইব্রাহিমের হাত ও পায়ের রগ কর্তন করে। দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুঁড়ে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ১৩ আগস্ট, ২০১৬/ আফরোজ