শরীতপুর সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহম্মেদ তালুকদার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন শরীয়তপুর প্রেস ক্লাবের সহসভাপতি শেখ খলিলুর রহমান প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এলইজিডি কর্মকর্তা, পিআইও, সদরে কর্মরত সকল দপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ বলেন, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ফল-মূল, মাছ, মাংস, দুধ ও শাকসবজি ফরমালিন, রাইপেন, এলপেনসহ জনস্বাস্থের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশ্রণ করা হয়, যা মানুষের জীবনের প্রতি হুমকি। ভোক্তা অধিকার ও খাবারের মান নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
কোনো ইউনিয়নে যাতে বাল্যবিবাহ অনুষ্ঠিত হতে না পারে, সেজন্য প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের সর্বদা সতর্ক থাকতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন সভা-সমাবেশ অব্যাহত রাখতে হবে। সন্ধার পর যে সকল স্থানে বখাটে ছেলেরা আড্ডা দেয়, সে সকল স্থানে পুলিশি টহলের ব্যবস্থা করতে হবে। তাহলে মাদকের প্রভাব অনেকটাই কমে আসবে।
এ সময় বক্তারা বলেন, জঙ্গিবাদ ও জঙ্গিতৎপরতা যাতে না হয় সেদিকে সকলকে নজর থাকতে হবে। কোনো সন্তান জঙ্গি ও সন্ত্রাস হতে না পারে সেজন্য প্রত্যেক বাবা-মাকে সচেতন হতে হবে। জঙ্গিবাদ ও জঙ্গিতৎপরতা প্রতিরোধে মসজিদ খুৎবার সময় সংশ্লিষ্ট ইমামগণ কমপক্ষে ৫ মিনিট এবং বিভিন্ন সময় ও ওয়াজ মাহফিলে জঙ্গিতৎপরতা প্রতিরোধ সম্পর্কে কমপক্ষে ১৫ মিনিট বক্তব্য রাখতে হবে।
বিডি প্রতিদিন/আল আমীন