‘দেশের সার্বভৌমত্ব, মানুষের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলবে আর বিএনপি নেতা-কর্মীরা চুপচাপ ঘরে বসে থাকবেন, সেই দিবাস্বপ্ন দিবাস্বপ্নই থেকে যাবে। জনগণের ভাষা বুঝতে পেরে অন্তর্বর্তী সরকার দ্রুত সময় অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের ঘোষণা দিয়েছে, আমরা বিশ্বাস করতে চাই তারা তাদের সেই ঘোষণা বাস্তবায়ন করবে।’ বিএনপি জনগণের দল, বিএনপিকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে অনেকেই চেষ্টা করেছে কেউ পারেনি, বিএনপির জন্ম হয়েছে জনগণের মাঝে। ১৭ বছর ধরে চেষ্টা করা হয়েছে বিএনপি নেতা-কর্মীদের শেষ করে দেওয়ার জন্য, গুম-হত্যা, নির্যাতন, ভুয়া ও মিথ্যা মামলা দিয়ে; কিছুতেই বিএনপিকে দমানো যায়নি।
গতকাল দিনাজপুর উপজেলা পরিষদ হলরুমে ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিএনপির নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।