চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নিখোঁজের ১২ দিন পর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মিনহাজুর রহমানকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) দুপুরে আনোয়ারা উপজেলার বোরন ছড়া এলাকা থেকে তাকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মিনহাজুর চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বদুর পাড়া এলাকার মো. মিজানুল হকের সন্তান। সে স্থানীয় জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার জানান, গত ৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে বাজার থেকে বাড়ি ফেরে মিনহাজুর। পরে রাত ১০টার দিকে আবার বাজারে যাওয়ার কথা বলে বের হয়। এরপর থেকে সে না ফেরায় আত্মীয়-স্বজনের বাড়ি ও বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরে এ ঘটনায় তার বাবা গত ১০ আগস্ট লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ তাকে খুঁজতে বেশকিছু কার্যক্রম হাতে নেয়। পরে আজ দুপুরে আনোয়ারা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে কিভাবে তাকে খুঁজে পাওয়া গেলো তা জানতে চাইল পরবর্তীতে জানাবেন বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/এএম