সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের (সিজিএস) প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেছেন, ডাকসু আমাদের ইতিহাসের গৌরবময় অধ্যায়। ছাত্ররা সবসময়ই ‘অ্যান্টি-এস্টাবলিশমেন্ট’ ভূমিকা নিয়েছে, তাই জাতি সবসময়ই তাদের ওপর নির্ভর করেছে, আমাদের ইতিহাসও সেটাই বলে। কিন্তু সরকার কখনোই স্বতঃস্ফূর্তভাবে ডাকসু নির্বাচন দেয়নি। এর মূল কারণ দলীয় রাজনীতি। সর্বশেষ ডাকসু নির্বাচনও ছিল সবচেয়ে দুর্বল ও লজ্জাজনক। গতকাল রাজধানীতে ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। ফ্রেডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস)-এর সহযোগিতায় কর্মশালার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস)। অনুষ্ঠানে সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী এবং এফইএস বাংলাদেশের প্রোগ্রাম অ্যাডভাইজার সাধন কুমার দাসও বক্তৃতা করেন।
এতে প্রশিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আসিফ এম শাহান।