বগুড়ার শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামের যুবক আল-আমিন হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
রবিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় বগুড়া-নাটোর মহাসড়কের ওমরদীঘি স্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেয়া শত শত নারী-পুরুষ ‘আল-আমিন হত্যার বিচার চাই’ স্লোগানে মহাসড়ক অবরোধ করেন। এতে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পরবর্তীতে থানা পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
বিক্ষোভে নিহত আল-আমিনের বাবা আফসার আলী, মা আছাতন, স্ত্রী সালমা আক্তার, চাচা জারজিস আলম ও ইউসুফ আলীসহ এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, ‘আল-আমিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু হত্যাকারীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পুলিশ পাঁচ দিন সময় নিয়েছে। এর মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।’
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ‘আল-আমিন হত্যার ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’
উল্লেখ্য, গত ২ আগস্ট শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামে মামলা তুলে না নেওয়ায় আল-আমিন (৩৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি ওই গ্রামের আফসার আলীর ছেলে এবং বগুড়া শহরের নিউ মার্কেটে প্রসাধনী ব্যবসা করতেন।
বিডি প্রতিদিন/জামশেদ