অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ফের ব্যাটিং ব্যর্থতার চিত্র দেখালো বাংলাদেশ ‘এ’ দল। পার্থ স্কর্চারস একাডেমির বিপক্ষে ম্যাচে নুরুল হাসান সোহানের দল হেরেছে ৫ উইকেট ও ১২ বল হাতে রেখেই।
রোববার (১৭ আগস্ট) অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৩ রানেই থামে ইনিংস।
পার্থ স্কর্চারসের সামনে লক্ষ্য খুব একটা চ্যালেঞ্জিং ছিল না। ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক একাডেমি দলটি।
এই হারে তিন ম্যাচে ১ জয় ও ২ হারে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ এখন মাত্র ২ পয়েন্ট। ১১ দলের মধ্যে ৮ নম্বরে রয়েছে সোহানের দল। গতবারের আসরে হাই পারফরম্যান্স দলের ব্যানারে রানার্স-আপ হয়েছিল বাংলাদেশ।
মাত্র ২৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ ‘এ’। নাঈম শেখ করেন মাত্র ৫ রান, ওপেনার জিশান আলম ৯ ও সাইফ হাসান ফিরেছেন ১ রানে।
চারে নামা আফিফ হোসেন একপ্রান্ত ধরে রাখার চেষ্টা করলেও অন্যপ্রান্তে উইকেট পড়তে থাকে নিয়মিত বিরতিতে। অঙ্কন (৬), সোহান (১৪), তোফায়েল (১), মৃত্যুঞ্জয় (১৪) এবং নাঈম হাসান (০) কেউই বড় ইনিংস খেলতে পারেননি।
শেষ দিকে রাকিবুল হাসান ৫ বলে দুটি ছক্কায় ১৬ রানের ঝড়ো ইনিংসে দলকে ১২৩ পর্যন্ত নিয়ে যান।
অপর প্রান্তে টিকে থাকা আফিফ হোসেন শেষ পর্যন্ত ৪৯ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন, যা টি-টোয়েন্টিতে ছিল অনেকটা ওয়ানডে ধাঁচের ইনিংস।
১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত উইকেট হারালেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পার্থ স্কর্চারস একাডেমি। হাসান মাহমুদের বলে হল্ট (১) দ্রুত ফিরলেও, গুডউইন (১৭) ও উলিয়ে (৩১) দলের ভিত গড়ে দেন।
কাপ্তান স্যাম ফানিং (৩) এবং হবসন (৩) দ্রুত বিদায় নিলেও, জোয়েল কার্টিস ৩৪ বলে ৪ চারে ৪৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। তার সঙ্গে ম্যাথু স্পুরস অপরাজিত থাকেন ২৪ রানে।
বাংলাদেশের হয়ে রাকিবুল হাসান ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। নাঈম হাসানও পেয়েছেন ২ উইকেট, তবে দিয়েছেন ৩১ রান। হাসান মাহমুদের নামের পাশে এক উইকেট।
বিডি প্রতিদিন/মুসা