জুলাই জাতীয় সনদে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, সনদে সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম এবং আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস অন্তর্ভুক্তি স্পষ্ট হয়নি। মুসলিম জাতিসত্তার বিষয়ে কিছু বলা হয়নি। ফলে সংখ্যাগরিষ্ঠ জনগণের চিন্তাচেতনা ও ধর্মীয় মূল্যবোধের কোনো বিষয় তাতে রাখা হয়নি। কোরআন-সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করা হবে না মর্মে সনদে কোনো ঘোষণা আসেনি। সুতরাং এই সনদ সংখ্যাগরিষ্ঠ জনগণের আশা-আকাঙ্ক্ষা ও চিন্তাচেতনা সংরক্ষণ করতে পারবে না। তিনি আরও বলেন, কোটি কোটি টাকা খরচ করে কমিশন গঠন ও বারবার বৈঠকের আয়োজনে জাতির সামনে একটি রাজনৈতিক সার্কাস হয়েছে।
সুনির্দিষ্ট একটি গ্রুপ ও লোকজনকে ঐকমত্য কমিশনে ডাকা হয়েছে। যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছে এমন অনেক দলকে ঐকমত্য কমিশনে আমন্ত্রণ জানায়নি। ফলে এই কমিশন একটি পক্ষপাতদুষ্ট কমিশন হয়েছে। তাদের সনদও পক্ষপাতদুষ্ট।