দিনাজপুরে র্যাব-১৩ এর অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার ভোরের দিকে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদরের কমলপুর ইউপির ৭নং ওয়ার্ডের বড়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন উত্তর পার্শ্বে জনৈক মোঃ আব্দুল জব্বার এর দক্ষিন দূয়ারী বসত বাড়িতে এই অভিযান চালানো হয়।
আটক অভিযুক্ত মোঃ মোসলেম (৩৫) ও মুরসালিন বাবু (২৮) দিনাজপুর সদরের কমলপুর ইউপির ৭নং ওয়ার্ডের বড়গ্রাম ছাইথুনখুড়ি গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
র্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন দিনাজপুর সদরের কমলপুর ইউপির ৭নং ওয়ার্ডের বড়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন উত্তর পার্শ্বে জনৈক মোঃ আব্দুল জব্বার এর দক্ষিন দূয়ারী বসত বাড়িতে এই অভিযান চালানো হয়। এসময় স্থানীয় বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে মোসলেম (৩৫) ও মুরসালিন বাবুকে (২৮) আটক করা হয়। আটক আসামি মুরসালিন বাবুর বসতবাড়ির শয়নকক্ষে তালাবদ্ধ একটি ট্রাংক থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম