আসন্ন এশিয়া কাপের পাকিস্তান দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি বিষয় দলে নেই সাবেক দুই অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। কেন বাদ দেওয়া হলো এই অভিজ্ঞ দুই ক্রিকেটারকে, সেই প্রশ্নে মুখ খুলেছেন প্রধান নির্বাচক আকিব জাভেদ।
রবিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের ১৭ সদস্যের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা করেন আকিব। দল ঘোষণার সময় বাবর ও রিজওয়ানকে বাদ দেওয়া নিয়ে প্রশ্নের মুখোমুখি হন তিনি।
সরাসরি জবাবে আকিব বলেন, 'দলে সুযোগ পাবেন তারাই, যারা পারফর্ম করবেন। বাবর ও রিজওয়ান সর্বশেষ চারটি টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না। এ সময়ে সাইম আইয়ুব, ফখর জামান ও সাহিবজাদা ফারহান নিয়মিত খেলেছে এবং ধারাবাহিকভাবে ভালো করেছে।'
তিনি আরও বলেন, 'টি-টোয়েন্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রান করার ক্ষমতা ও স্ট্রাইক রেট। আমরা খেলোয়াড় বাছাইয়ে সবসময় এই দুই বিষয়কে গুরুত্ব দিই। পারফরম্যান্সই শেষ কথা।'
টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর আজম। ১২৮ ম্যাচে তার সংগ্রহ ৪,২২৩ রান, স্ট্রাইক রেট ১২৯.২২। রিজওয়ানও কম নন, ১০৬ ম্যাচে তার রান ৩,৪১৪, স্ট্রাইক রেট ১২৫.৩৭।
তবে এত রান করেও বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের ব্যাটিংয়ের ধরণ এবং গতি নিয়ে। সাম্প্রতিক সময়ে দলের সঙ্গে না থাকায় এবং গত কয়েকটি টুর্নামেন্টে প্রত্যাশিত পারফরম্যান্স দিতে না পারায় বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ভালো পারফর্ম করে দলে ফেরার সুযোগ ছিল দুই তারকারই। তবে সেটি তারা পুরোপুরি কাজে লাগাতে পারেননি।
বাবর পেশাওয়ার জালমির হয়ে ১০ ম্যাচে করেন ২৮৮ রান, স্ট্রাইক রেট ১২৮.৫৭, গড় ৩৬। তিনটি ফিফটি থাকলেও সেঞ্চুরি করতে পারেননি।
অন্যদিকে, মুলতান সুলতানসের অধিনায়ক রিজওয়ান ছিলেন তুলনামূলক ভালো ফর্মে। ১০ ম্যাচে তার রান ৩৬৭, স্ট্রাইক রেট ১৩৯.৫৪ ও গড় ৫২.৪২। একটি সেঞ্চুরি ও একটি ফিফটি ছিল তার ঝুলিতে। তবুও নির্বাচকদের সন্তুষ্ট করতে পারেননি তিনি।
তবে আকিব জাভেদ পরিষ্কার করে দিয়েছেন, বাবর ও রিজওয়ানের জন্য জাতীয় দলের দরজা বন্ধ হয়নি। ভবিষ্যতে পারফর্ম করলে তারা ফিরতে পারবেন।
আগামী ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে অভিযান শুরু করবে পাকিস্তান। ১৪ সেপ্টেম্বর তাদের মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। গ্রুপ পর্বসহ অন্তত তিনবার দেখা হতে পারে দুই দলের।
স্কোয়াডে যারা সুযোগ পেয়েছেন:
সাইম আইয়ুব, ফখর জামান, সাহিবজাদা ফারহান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, হারিস রউফসহ আরও কয়েকজন তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়।
বিডি প্রতিদিন/মুসা