আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে নারীদের অংশগ্রহণ নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
আজ রবিবার বিকালে একটি পাঁচ তারকা হোটেলে জুলাই আন্দোলনের পর রাজনীতি ও অর্থনীতিতে নারীদের ক্ষমতায়ন নিয়ে ‘ভয়েজ ফর চেঞ্জ’ এর আয়োজনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ড. মঈন খান বলেন, জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। তাই তাদের অন্তত দেড়শর বেশি আসন দেয়া উচিত সংসদে। এসময় নারী ক্ষমতায়নে সবার মানসিকতা পরিবর্তন করতে হবে।
অপরদিকে, অনুষ্ঠানে নারী আসন নিয়ে রোটেশন পদ্ধতির কথা উল্লেখ করেন নুরুল হক নূর। তবে সংসদের মোট আসন সংখ্যা বাড়িয়ে ৪শ তে উন্নীত করে ১শ আসন নারীদের জন্য বরাদ্দের কথা বলেন সাইফুল হক। এ সময়, সংরক্ষিত আসনে নারীদের সীমাবদ্ধ রাখার বিরুদ্ধে একমত হন উপস্থিত রাজনীতিকরা।
বিডি প্রতিদিন/আরাফাত