চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে আরিয়ান (৫) ও রিহান (৭) নামে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত আরিয়ান হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার চরমোহনপুর চকপাড়া মহল্লার খোকনের ছেলে এবং মোজাহিদুর রহমান হাদি ওরফে রিহান হচ্ছে একই এলাকার কাউসার আলী লিটনের ছেলে। সম্পর্কে তারা আপন দুই চাচাতো ভাই।
রবিবার বিকেল ৩টার দিকে দুই চাচাতো ভাই বাড়ির পার্শ্বে মহানন্দা নদীর বন্যার পানিতে খেলা করার সময় ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে আড়াই’শ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক ড. মিনারা খাতুন বলেন, হাসপাতালে নেয়ার পর ইসিজি করে শিশু দুটিকে মৃত্যু ঘোষণা করা হয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/এএম