রাঙামাটির একটি বিদ্যালয়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে বন্যহাতির দল। বিদ্যালয়টির নাম জীবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি রাঙামাটি সদর উপজেলার ৪নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ায় অবস্থিত। রবিবার ভোরে বন্যহাতির পাল সেখানে তাণ্ডব চালায়। তবে তখন বিদ্যালয়ে কেউ উপস্থিত না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবুও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জীবতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদত্ত কার্বারী বলেন, খাবারের সন্ধানে প্রায়ই লোকালয়ে আসে বন্যহাতির পাল। একপালে থাকে ১০ থেকে ১২টি—বাচ্চা থেকে পূর্ণবয়স্ক পর্যন্ত সব বয়সের হাতি। এসব হাতি রাঙামাটির কাপ্তাই উপজেলা ও রাঙামাটি সদর উপজেলার মধ্যবর্তী স্থানে থাকে। বিশেষ করে আগর বাগান এলাকায় অবস্থান করে। কিন্তু ইদানীং খাবারের খোঁজে হাতিগুলো মানুষের বাড়িঘর ও বিভিন্ন প্রতিষ্ঠানে তাণ্ডব চালাচ্ছে। ফসল নষ্ট করছে। এবার জীবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে ভবন ভাঙচুর করেছে। ভাগ্য ভালো ঘটনাটি ভোরে ঘটেছে। সকাল বেলায় হলে শিক্ষার্থীরা বিপদের মুখে পড়তে পারত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেবিলা দেওয়ান বলেন, বন্যহাতির পাল বিদ্যালয়ের প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এতে ক্লাসরুম ও ভবনের কাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় হাতির অবস্থান করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বিডিপ্রতিদিন/কবিরুল