গত মাসে নতুন সংস্করণের ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে চেলসি। তবে, ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নতুন মৌসুমের শুরুটা হলো হতাশাজনক ড্রয়ে।
রবিবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির জালে ১৩ মিনিটে বল জড়িয়েছিল প্যালেস। এবেরেচি এজের ফ্রি কিক চেলসির গোলপোস্ট ভেদ করে। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ও রেফারি ড্যারেন ইংল্যান্ড গোল বাতিল করেন।
রেফারি বলেন, রিভিউয়ে দেখা গেছে, অ্যাওয়ে দলের ছয় নম্বর খেলোয়াড় শট নেওয়ার সময় রক্ষণদেয়াল থেকে এক মিটারের চেয়ে কম দূরত্বে ছিলেন। তাতে গোলটি বাতিল হয়েছে।
আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডে ১৩ নম্বর আইন অনুযায়ী, যখন তিন বা তার বেশি খেলোয়াড় রক্ষণদেয়াল গড়ে, তখন আক্রমণভাগের সব খেলোয়াড়কে দেয়াল থেকে অন্তত এক মিটার দূরে থাকতে হবে যতক্ষণ না বলে শট নেওয়া হয়।
এর আগে চার মিনিটে কুকুরেল্লার হেড গোললাইন থেকে ফিরিয়ে দিয়ে চেলসিকে হতাশ করে অতিথিরা।
বাকি সময়ে আর কোনো দলই গোল করতে পারেনি। দুই দলের ডিফেন্ডারদের গোছানো পারফরম্যান্সে গোল হয়নি একটিও। শেষপর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
বিডি প্রতিদিন/কেএ