বান্দরবান শহরে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় মো. শাহাদাত হোসেন সাজু (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ছিনতাইকৃত প্রায় সম্পূর্ণ অর্থও উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।
তিনি জানান, গত ১৩ আগস্ট রাত ১১টার দিকে বান্দরবান বাস টার্মিনাল এলাকার পাহাড়িকা ফিলিং স্টেশনের মালিক নিখিল কান্তি দাশ পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। উপজেলা পরিষদ গেটের সামনে পৌঁছালে ছিনতাইকারী শাহাদাত হোসেন সাজু তার পথরোধ করে এবং টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। ব্যাগটিতে মোট ২ লাখ ১৫ হাজার টাকা ছিল।
ঘটনার পরপরই বান্দরবান জেলা পুলিশ ও সদর থানা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযান শুরু করে। এক পর্যায়ে রবিবার ভোরে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী নতুন পাড়া এলাকা থেকে শাহাদাত হোসেন সাজুকে গ্রেপ্তার করে বান্দরবান সদর থানা পুলিশ। তার কাছ থেকে ছিনতাইকৃত নগদ ২ লাখ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ এবং ভুক্তভোগী ব্যবসায়ী নিখিল কান্তি দাশ।
গ্রেপ্তারকৃত শাহাদাত হোসেন সাজু বান্দরবান পৌরসভার ইসলামপুর এলাকার বাসিন্দা।
বিডি প্রতিদিন/জামশেদ