জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে ‘সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দুপুরে সানন্দবাড়ী ডিগ্রি কলেজ মাঠে সানন্দবাড়ী ক্রীড়া চক্রের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত।
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন তাঁর ছেলে, বিএনপি নেতা ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন।
চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টুর্নামেন্ট আহ্বায়ক মো. আবুল হাশেম, সদস্য সচিব মো. বাবুল আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী খেলায় অংশ নেয় বকশীগঞ্জ ফুটবল একাদশ ও মোল্লারচর ফুটবল একাদশ। খেলায় ৩-১ গোলে জয়ী হয় মোল্লারচর ফুটবল একাদশ।
বিডি প্রতিদিন/জামশেদ