গাজীপুরের বাড়িয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বেলাইবিলে শুক্রবার (১৫ আগস্ট) দিনব্যাপী আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার চড়ুইভাতি। মনোরম প্রাকৃতিক দৃশ্যের মাঝে হাসি, আড্ডা, খেলা ও রান্নার উৎসবে দিনটি কাটান সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় উপদেষ্টা জহিরুল ইসলাম সবুজ, বিশেষ অতিথি ছিলেন দৈনিক কালের কণ্ঠের গাজীপুর স্টাফ রিপোর্টার শরীফ আহমেদ শামীম ও বীর মুক্তিযোদ্ধা বিজয় দাস। সঞ্চালনায় ছিলেন বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার সভাপতি মুসাফির ইমরান।
সদস্যরা সবাই মিলে বেলাইবিলের পাড়ে নিজেরাই রান্না করেন। ছেলেমেয়ে নির্বিশেষে সবাই একে অন্যকে সহযোগিতা করে রান্নার আনন্দ ভাগাভাগি করেন। রান্নায় ছিল দেশি মাছ, বিভিন্ন প্রকার ভর্তা, মুরগিসহ নানান দেশি খাবার। খেলাধুলার মধ্যে ছিল ফুটবল ও ঝুরিতে বল নিক্ষেপ প্রতিযোগিতা। ফুটবল খেলায় অংশ নেয় শুভসংঘের লাল দল ও সবুজ দল। অনুষ্ঠানের আরেকটি আকর্ষণ ছিল ছোট ছোট ডিঙ্গি নৌকা চালানো।
প্রধান অতিথি জহিরুল ইসলাম সবুজ বলেন, ‘শুভসংঘ শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের একে অন্যের সঙ্গে সম্পর্কের সেতুবন্ধন। আজকের এই চড়ুইভাতি আমাদের সেই বন্ধনকে আরও শক্তিশালী করেছে। প্রাকৃতিক পরিবেশে, হাসি-আনন্দে, একসঙ্গে রান্না ও খেলাধুলার মাধ্যমে যে সৌহার্দ সৃষ্টি হয়েছে, তা সবার জীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি চাই, শুভসংঘের এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকুক।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানভীর আহমেদ, নিলয় আহমেদ, তানজিনা ইসলাম জেরিন, প্রত্যয় ভট্টাচার্য, শ্যামল হোসেন, আবু বক্কর সিদ্দিক, শহীদুল ইসলাম বাপন, আমিনুল ইসলাম জয়, এমরান শেখ, আল রাকিব, শাহানুর রহমান, রবিউল আউয়াল বিপ্লব, জোহা, ঝর্ণা হিয়া, খাইরুল ইসলাম, রুবেল হোসেন, সুমাইয়া খাতুন, এমদাদ ইমন, মিথিলা, বিথী, বনলতা, রনি তালুকদার, আশিক, আবুল কালাম আজাদ, রাকিবুল ইসলাম, রেদওয়ান, রহমতুল্লাহ লিটন, মুরাদ ও মহসিন।