বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ আগস্ট। সাহিত্যাঙ্গনে শোকের ছায়া ফেলে ২০০৬ সালের এই দিনে তিনি না-ফেরার দেশে পাড়ি জমান।
প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে’ প্রকাশের পরপরই সাহিত্যাঙ্গনের মানুষের দৃষ্টি আকর্ষণ করেন শামসুর রাহমান। মুক্তিযুদ্ধ চলাকালে লেখেন ‘স্বাধীনতা তুমি’ ও ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’সহ বেশ কিছু কবিতা। সাংবাদিক হিসেবে শামসুর রাহমান ১৯৫৭ সালে কর্মজীবন শুরু করেন ইংরেজি দৈনিক মর্নিং নিউজে। ১৯৭৭ সালের ফেব্রুয়ারিতে তিনি ‘দৈনিক বাংলা’ ও সাপ্তাহিক ‘বিচিত্রা’র সম্পাদক নিযুক্ত হন।
১৯২৯ সালের ২৩ অক্টোবর ঢাকার মাহুতটুলীতে জন্ম নেওয়া এ কবিকে তাঁর ইচ্ছা অনুযায়ী ঢাকার বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হয়।