কুড়িগ্রামে প্রান্তিক পর্যায়ের বাঁশ, মাটি ও লোহার তৈরি প্রয়োজনীয় পণ্য উৎপাদন ও বিপণনকারীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়। মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির বাস্তবায়নাধীন থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনোমিক ইমপাওয়ারমেন্ট এ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট প্রকল্পের আওতায় ইপার এর আর্থিক সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রায় ৫৫জন পণ্য উৎপাদনকারী ও বিক্রেতা অংশগ্রহণ করেন। এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা।
এমজেএসকেএস এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম ক্ষুদ্র কুটির শিল্পের ডেপুটি ম্যানেজার শাহ মোহাম্মদ জোনায়েদ, রাজারহাট উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান মন্ডল, কারুপণ্য ফ্যাক্টরি ম্যানেজার মুকুন্দ চক্রবর্তী ও প্রকল্পের সমন্বয়কারী রেজাউল করিম।
কর্মশালায় বাঁশ, মাটি ও লোহার তৈরি প্রয়োজনীয় পণ্য উৎপাদন ও বিপণনকারীদের বর্তমান পণ্যের ধরণ, উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতকরণে শক্তিশালী নেটওয়ার্কিং ও সমন্বিত পদক্ষেপ নিয়ে বাস্তব সম্মত ধারণা দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন