১৮ মার্চ, ২০২০ ১০:৩১

টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (পিএসসি)।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ  ব্যাটালিয়নের (২ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল দ্রুত মঙ্গলবার রাতে তল্লাশী অভিযান পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে টহলদলটি রাখাইন সম্প্রদায়ের শ্মশানে (কবরস্থান) মাটি খোড়া অবস্থায় দেখতে পায়। ঐ স্থানে মাটি খোড়া অবস্থায় দেখে টহলদলের সন্দেহ হওয়ায় জায়গাটি ভালো করে তল্লাশী করলে মাটির ভিতর লুকায়িত অবস্থায় পলিথিন দ্বারা মোড়ানো একটা প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। বস্তাটি খুলে গণনা করে ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার ইয়াবাগুলো সাধারণ ডায়েরী করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর