২৯ মার্চ, ২০২০ ১৪:২৯

কিশোরগঞ্জে র‌্যাবের প্রচারণামূলক র‌্যালি

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে র‌্যাবের প্রচারণামূলক র‌্যালি

কিশোরগঞ্জে করোনা বিষয়ে ১২টি নির্দেশনা নিয়ে প্রচারণার অংশ হিসেবে র‌্যালি করেছে  র‌্যাব। 

রবিবার বেলা ১১টার দিকে শহরের আখড়া বাজার থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যাব-১৪, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে র‌্যাব সদস্যরা এতে অংশগ্রহণ করেন। এ সময় “বাড়িতে থাকুন” লেখা সংবলিত ফেস্টুন বহন করেন র‌্যাব সদস্যরা। 

চন্দন দেবনাথ জানান, নিরাপদ দূরত্ব মেনে অর্থাৎ তিন ফুট দূরত্ব বজায় রেখে প্রত্যেকেই র‌্যালিতে অংশ নেন। র‌্যালি থেকে আতঙ্কিত না হওয়া, মাস্ক ও গ্লোভস পরিধান করা, জনসমাগম এড়িয়ে চলা, একের অধিক লোক পরিহার করা, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়া, ভিটামিন সি জাতীয় ফল সংগ্রহে রাখাসহ হ্যান্ডমাইকে ১২টি শ্লোগান প্রচার করা হয়।

এছাড়া র‌্যাবের পক্ষ থেকে কিশোরগঞ্জ সদরের বিভিন্ন স্থানে বৃত্ত সুরক্ষা কার্যক্রমও চালানো হয়। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর