বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গণি চৌধুরী বলেছেন, ‘সংস্কারের নামে নির্বাচন দীর্ঘায়িত করার কোনও সুযোগ নেই। সংস্কার ও নির্বাচন আপন গতিতে চলা উচিত। একটির জন্য আরেকটি থামিয়ে রাখা যাবে না।’ তিনি বলেন, ‘দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা জনগণের দাবি।’
সোমবার (৯ জুন) ঈদের তৃতীয় দিনে ফটিকছড়ির লেলাংয়ের নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ উপলক্ষে নিজ বাড়িতে মেজবানসহ নানা কর্মসূচির আয়োজন করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।
তিনি বলেন, ‘বিএনপি জনগণের দল। দীর্ঘদিন ধরে নানা নির্যাতনের শিকার হলেও বিএনপি এখনো শক্তভাবে টিকে আছে। দল যাকে মনোনয়ন দেবে সবাই মিলে তাকে জয়ী করে আনা হবে আদর্শিক কাজ।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘যাদের কর্মকাণ্ডের জন্য বিএনপির বদনাম হবে, দলের পক্ষ থেকে তাদের দায় নেওয়া হবে না। তাদের বিরুদ্ধে দল কঠিন সাংগঠনিক ব্যবস্থা নেবে। সুতরাং দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করার সুযোগ নেই।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জেলা বিএনপির নেতা ডা. খুরশীদ জামিল, সাধারণ সম্পাদক জহির আজম, ওমর ফারুক, ইদ্রিস মিয়া ইলিয়াছ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আজিজ, নুরুল ইসলাম, আবুল কালাম রুবেল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোরশেদ হাজারী, নাজিম উদ্দিন, নুরুল আবসার, ইকবাল হোসেন, ওসমান তাহের সম্রাট, ওমর ফারুক ডিউক, নাজিম উদ্দিন, খোরশেদুল আলমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
বিডি প্রতিদিন/জামশেদ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        