২৯ মার্চ, ২০২০ ১৫:০৬

নাটোরে হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নাটোর প্রতিনিধি

নাটোরে হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কভিড-১৯ করোনাভাইরাসের কারণে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। সরকারের পাশাপাশি তাদের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগ নাটোর পৌরসভার ৪ নং ওয়ার্ড শাখার পক্ষ থেকেও শ্রমজীবী মানুষদের সহায়তা প্রদান করা হয়েছে। তাদের পক্ষ থেকে ৫ শতাধিক হতদরিদ্র রিক্সাচালক, ভ্যান চালক, অটো চালকের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্তেজা বাবলু, শহর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আহম্মেদ মুকুল, সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর কোহিনূর বেগম পান্না, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাজজাদ হোসেন তপন এবং সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু ও সাবান।

এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্তেজা বাবলু বলেন, পর্যায়ক্রয়ে তারা আরও ৫০০ পরিবারকে সহায়তা দেবেন। জাতির এ সংকটকালে সবাইকে দিনমজুর ও ভাসমান মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানান। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর