২১ অক্টোবর, ২০২০ ১৭:০৭

অভিযান আতঙ্কে নদীতে ঝাঁপ জেলের, একদিন পর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অভিযান আতঙ্কে নদীতে ঝাঁপ জেলের, একদিন পর লাশ উদ্ধার

বরিশালে ইলিশ শিকার বিরোধী অভিযানের হাত থেকে বাঁচতে তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নদীতে ঝাঁপ দেয়ার পর আজ বুধবার দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

তার নাম মো. দুলাল কাজী (৪০)। তিনি মেহেন্দিগঞ্জের উপজেলার আলিমাবাদ ইউনিয়নের চরমাইশা গ্রামের আবুল হোসেন কাজীর ছেলে। 

মেহেন্দিগঞ্জ থানার ওসি আবিদুর রহমান জানান, গতকাল মঙ্গলবার সকালে আলিমাবাদ ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে চলমান স্পীড বোট দেখে প্রশাসনের অভিযান আতঙ্কে নদীতে ঝাঁপ দেয় দুলাল ও তার সহযোগী আবুল হোসেন কাজী। এ সময় আবুল হোসেন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুলাল নিখোঁজ হয়। 

পরে আজ বুধবার দুপুরে আলিমাবাদ ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে দুলালের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য তার লাশ বরিশাল মর্গে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর